দালাই লামার উত্তরসূরি বিতর্কে ভারতের ওপর চিনের ক্ষোভ

দলাই লামার উত্তরসূরি নির্বাচন নিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্যে আপত্তি জানিয়েছে চিন।1 তাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং ভারতকে সতর্ক করে বলেছেন, তিব্বত সংক্রান্ত বিষয়ে নয়াদিল্লি যেন সতর্ক থাকে, যাতে ভারত-চিন সম্পর্কে এর কোনো প্রভাব না পড়ে। এর আগে কিরেন রিজিজু জানান, দলাই লামার উত্তরসূরি কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র দলাই লামা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরই রয়েছে।
চিনের বিদেশ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, দলাই লামার উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি, ঐতিহাসিক ঐতিহ্য এবং চিনের আইন ও নিয়মাবলী অনুসরণ করা উচিত। উল্লেখ্য, আগামী ৬ জুলাই দলাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে ধর্মশালায় আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন কিরেন রিজিজু।2 এই সফরকে সম্পূর্ণ অরাজনৈতিক আখ্যা দিয়ে রিজিজু বলেছেন, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান।