লোকালয়ে কুমিরের আনাগোনা বাড়ছে, আতঙ্কে পাথরপ্রতিমার গ্রামবাসী

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ফের লোকালয় থেকে একটি বিশালাকার কুমির উদ্ধার করা হয়েছে। শুক্রবার কিশোরী নগর এলাকার একটি পুকুর থেকে ৯ ফুট দৈর্ঘ্যের এই কুমিরটিকে উদ্ধার করা হয়। এর আগে গত দু’মাসের মধ্যে একই গ্রাম পঞ্চায়েতের রাক্ষসখালি থেকে দু’বার কুমির ধরা পড়েছিল। বারবার লোকালয়ে কুমিরের আনাগোনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং বনদপ্তর এই ঘটনায় উদ্বিগ্ন।
বনদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় পুকুরের মালিক মাছের অস্বাভাবিক নড়াচড়া দেখে সন্দেহ করেন এবং পরে একটি কুমির দেখতে পান। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এলেও জলের পরিমাণ বেশি থাকায় সারারাত ধরে চেষ্টা করেও কুমিরটিকে ধরা সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার সকালে পাম্পের সাহায্যে জল ছেঁচে কুমিরটিকে উদ্ধার করে ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে লোথিয়ান দ্বীপের সপ্তমুখী নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। বনদপ্তর খতিয়ে দেখছে কেন বারবার কুমির লোকালয়ে প্রবেশ করছে।