লোহার মস্ত গেট ভেঙে পড়ল নিরাপত্তারক্ষীর ঘাড়ে, ছটফট করে মৃত্যু, দেখুন CCTV ফুটেজ
July 4, 20258:53 pm

উত্তরপ্রদেশের মোরাদাবাদে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নিরাপত্তারক্ষী। কাটঘর থানা এলাকার একটি বাইক শোরুমে কর্মরত ছিলেন রবীন্দ্র নামের ওই ব্যক্তি। শোরুমের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, লোহার একটি বিশাল গেট বন্ধ করার সময় সেটি হঠাৎ খুলে তাঁর ঘাড়ের ওপর পড়ে যায়। গেটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গেটের নিচে চাপা পড়ে রবীন্দ্র বাঁচার জন্য ছটফট করলেও, ভারী গেটের তলা থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি। এই হৃদয়বিদারক ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে।