জামাকাপড় ময়লা, ব্যাগ ঝকঝকে কেন? GRP-এর জেরায় ফাঁস হল চুরির ঘটনা
July 4, 20259:28 pm

লখনউয়ের চারবাগ রেলস্টেশনে ময়লা পোশাক পরা এক ব্যক্তির হাতে নতুন ও ঝকঝকে ব্যাগ দেখে সন্দেহ হয় GRP-এর। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে ওই ব্যক্তি নিজেকে দীপাংশু সিং নামে পরিচয় দেয় এবং জানায় যে তার টিকিট কনফার্ম না হওয়ায় সে ট্রেনের মেঝেতে শুয়ে এসেছিল, তাই তার জামাকাপড় নোংরা। তবে সে কোনো টিকিট দেখাতে পারেনি।
তার ব্যাগ তল্লাশি করে দুটি দামি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপরই দীপাংশু স্বীকার করে যে ফোনগুলো সে ট্রেনযাত্রীদের কাছ থেকে চুরি করেছে এবং বিক্রির উদ্দেশ্যে স্টেশনে ঘোরাঘুরি করছিল। GRP জানিয়েছে, দীপাংশু একজন পেশাদার চোর এবং এর আগেও একাধিকবার চুরির অভিযোগে জেল খেটেছে।