আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি ভারতের স্বার্থেই হবে, জানালেন পীযূষ গোয়েল
July 4, 202510:00 pm

ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট জানিয়েছেন যে কোনো সময়সীমার চাপে নয়, বরং ভারতের স্বার্থ সুরক্ষিত থাকলেই এই চুক্তি চূড়ান্ত হবে।1 তিনি জোর দিয়ে বলেন, উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি তৈরি হলেই চুক্তিতে সবুজ সংকেত দেওয়া হবে।
বাণিজ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে জাতীয় স্বার্থই সব সময় অগ্রাধিকার পাবে এবং ভারত উন্নত দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী। আমেরিকা ছাড়াও পেরু, ওমান, নিউজিল্যান্ড, চিলি এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথেও ভারত বাণিজ্য আলোচনা চালাচ্ছে বলে তিনি জানান।2