মহাকাশ থেকে মাকে সূর্যোদয় দেখালেন ভারতীয় নভোচারী শুভাংশু
July 5, 20257:09 am

গত সপ্তাহেই প্রথম ভারতীয় নভোচারী হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পদার্পণ করেছেন শুভাংশু শুক্লা। মহাকাশে ব্যস্ত সময় কাটানোর ফাঁকে তিনি লখনউয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন। এই যোগাযোগের সময় শুভাংশু তাঁর মাকে মহাকাশ থেকে সূর্যোদয়ের breathtaking দৃশ্য দেখিয়েছেন, যা এক emotional মুহূর্ত তৈরি করেছে। তাঁর দল ইতিমধ্যে পৃথিবীকে ১১৩ বার প্রদিন করেছে এবং প্রায় ৫০ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করেছে।
শুভাংশু শুক্লা আন্তর্জাতিক স্পেস স্টেশনে মোট ১৪ দিন থাকবেন। এই সময়ে তিনি সাতটি ভারত-কেন্দ্রিক এবং ৬০টি আন্তর্জাতিক গবেষণায় নেতৃত্ব দেবেন, যার মধ্যে জীববিজ্ঞান, ভূবিজ্ঞান ও পদার্থবিদ্যার পরীক্ষা উল্লেখযোগ্য। মাইক্রোগ্র্যাভিটিতে শৈবালের বৃদ্ধি, টার্ডিগ্রেডের টিকে থাকার ক্ষমতা এবং মহাকাশে হাড় ও পেশীর ক্ষয় নিয়েও তাঁরা গবেষণা করছেন।