শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল, ভোগান্তির আশঙ্কা

শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল, ভোগান্তির আশঙ্কা

দমদম জংশন রেল স্টেশনের ট্র্যাকে জরুরি সংস্কার কাজের জন্য শিয়ালদহ শাখায় আজ ও কাল, অর্থাৎ শনি ও রবিবার, মোট ৩১টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আজ মধ্যরাত ১২টা ১০ মিনিট থেকে রবিবার ভোর সাতটা ১০ মিনিট পর্যন্ত সাত ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। এর ফলে সপ্তাহান্তে যাত্রীদের ব্যাপক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

আজ বাতিল থাকবে শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউন) ৩২২৪৯, ৩২২৫২ নম্বরের এক জোড়া ট্রেন। রবিবার বাতিল ট্রেনের তালিকায় রয়েছে শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-বনগাঁ জংশন, শিয়ালদহ-বারাসাত, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-নৈহাটি, কামাগাতামারু বজবজ–শিয়ালদহ এবং নৈহাটি-কল্যাণী সীমান্ত রুটের মোট ২৯টি ট্রেন। পাশাপাশি, রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর-নামখানা (৩৪৯৩৫, ৩৪৯১৪) রুটের এক জোড়া ট্রেনও বাতিল করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *