বাবার গাড়ি থেকে তৃণমূল নেতাকে গুলি, কোচবিহারে ধৃত বিজেপি বিধায়কের ছেলে

কোচবিহারের চকচকা গ্রাম পঞ্চায়েতের ঝিনাইদহে বৃহস্পতিবার রাতে তৃণমূল নেতা রাজু দে-কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে টিউশন ও দলীয় কাজ সেরে রাত ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাড়ি থেকে মাত্র ১৫০ মিটার দূরে একটি কালো এসইউভি থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। ডান কাঁধে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে দীপঙ্কর রায় ও উত্তম গুপ্তকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি, বিধায়কের কালো রঙের গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে, অভিযোগ উঠেছে এই গাড়িটিই হামলায় ব্যবহৃত হয়েছিল।
ঘটনার প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে পথ অবরোধ ও বিক্ষোভ দেখানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, এক মাস আগে বিধায়কের বিরুদ্ধে রাজু দে আন্দোলন করেছিলেন, সেই আক্রোশেই এই হামলা। যদিও বিজেপি বিধায়ক সুকুমার রায় তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন। পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিধায়কের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় কোচবিহারের রাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।