সন্তান জন্ম দিলেই টাকা! কেন এমন পদক্ষেপ নিল সরকার?

সন্তান জন্ম দিলেই টাকা! কেন এমন পদক্ষেপ নিল সরকার?

চিন সরকার জন্মহার বৃদ্ধির লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। তীব্র নিম্ন জন্মহারের সংকটে ভুগতে থাকা চিন এবার সন্তান জন্ম দেওয়া দম্পতিদের নগদ অর্থ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম ‘দ্য স্ট্রেইট টাইমস’ এর রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে চীনা দম্পতিরা সন্তান লালন-পালন বাবদ বছরে ৩,৬০০ ইউয়ান (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ হাজার ৪৮৪ টাকা) করে পাবেন।

এই আর্থিক সহায়তা সন্তানটির তিন বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রতি বছর দেওয়া হবে। একসময় বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হলেও, গত এক দশকে চিনের জন্মহার নাটকীয়ভাবে কমেছে। ‘এক সন্তান নীতি’ থেকে ‘তিন সন্তান নীতি’তে পরিবর্তন আনা সত্ত্বেও পরিস্থিতি উন্নত না হওয়ায় চিন রেকর্ড-নিম্ন জন্মহারের সম্মুখীন হয়েছে। নতুন এই প্রকল্প জনমিতিক ভারসাম্যহীনতা মোকাবিলায় বেইজিংয়ের সর্বশেষ প্রচেষ্টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *