তৎকাল টিকিটে আধার বাধ্যতামূলক, ফের সক্রিয় দালাল চক্র

গত ১ জুলাই থেকে রেলের তৎকাল টিকিট বুকিংয়ে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক হওয়ার পরও নতুন করে দুর্নীতির অভিযোগ উঠেছে। আইআরসিটিসি ইউজার আইডির সঙ্গে আধার সংযোগ না থাকলে তৎকাল টিকিট কাটা যাচ্ছে না। পাশাপাশি, টিকিট বুকিং উইন্ডো খোলার প্রথম ৩০ মিনিট কোনো এজেন্ট টিকিট কাটতে পারছেন না। এরপরও অভিযোগ উঠেছে যে, ৩৫০ টাকায় আধার যাচাই করা আইআরসিটিসি ইউজার আইডি বিক্রি হচ্ছে বিশেষ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই চক্র সক্রিয় হয়ে ওঠায় রেল মন্ত্রক ও রেলভবনে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই অভিযোগ সত্যি হলে অসাধু চক্রকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রেল আধিকারিকদের একাংশ। আধার যাচাই করা ইউজার আইডি বিক্রির বিষয়টি খতিয়ে দেখতে আরপিএফ এবং মন্ত্রকের প্রযুক্তিবিদদের নিয়ে একটি দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কড়া নজরদারি রাখা হচ্ছে এবং রেল ও আইআরসিটিসির নথিভুক্ত এজেন্টদের একাংশও স্ক্যানারের আওতায় আছেন। রেল মন্ত্রকের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, দুর্নীতির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা হবে।