কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষোভ, অষ্টম পে কমিশন নিয়ে জটিলতা

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের ঘোষণা হয়েছিল গত জানুয়ারি মাসে, যার অনুমোদন দিয়েছিল খোদ মোদি মন্ত্রিসভা। এতে কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হলেও, প্রায় ছয় মাস কেটে গেলেও এখনো পর্যন্ত কমিশনের কাঠামো গঠিত হয়নি। চেয়ারম্যান ও সদস্য মনোনয়ন প্রক্রিয়া শুরু না হওয়ায় এবং ‘টার্মস অব রেফারেন্স’ বিজ্ঞপ্তি জারি না হওয়ায় কেন্দ্রীয় কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথনকে চিঠি দিয়ে তাঁরা এই অসন্তোষ প্রকাশ করেছেন।
সাধারণত প্রতি ১০ বছর অন্তর পে কমিশন গঠিত হলেও এবার অস্বাভাবিক বিলম্ব হচ্ছে। গত জানুয়ারি মাসে জানানো হয়েছিল, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন কার্যকর হবে। কিন্তু জুলাই মাসেও কমিশনের আনুষ্ঠানিক গঠন না হওয়ায় ২০২৬ সালের জানুয়ারিতে এর কার্যকারিতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। একটি কমিশন রিপোর্ট জমা দিতে প্রায় ১৬ থেকে ১৮ মাস সময় নেয়, ফলে এই বিলম্বের কারণে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়াও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।