মেডিক্যাল কলেজে দুর্নীতি, কাঠগড়ায় প্রাক্তন ইউজিসি কর্তা সহ ৩৬ জন
July 5, 20257:36 am

নয়াদিল্লি: স্বাস্থ্য-শিক্ষায় ফের বড়সড় দুর্নীতির পর্দাফাঁস করল সিবিআই। দেশজুড়ে বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজের পরিদর্শন এবং লাইসেন্স পুনর্নবীকরণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। ঘুষের বিনিময়ে পরিদর্শনের আগেই গোপন নথি পাচার করা হতো। এই ঘটনায় প্রাক্তন ইউজিসি কর্তা ডি পি সিং সহ ৩৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।
এই দুর্নীতিতে স্বাস্থ্যমন্ত্রক ও ন্যাশনাল মেডিক্যাল কমিশনের আধিকারিক এবং বেসরকারি কলেজের প্রতিনিধিরাও জড়িত বলে অভিযোগ। ভুয়ো শিক্ষক, ভুয়ো রোগী এবং বায়োমেট্রিক সিস্টেমে কারসাজি করে পরিদর্শন এড়ানো হতো। উত্তর থেকে দক্ষিণ, দেশজুড়ে এই র্যাকেটের দৌরাত্ম্য ছিল বলে জানা গেছে, যেখানে মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে মেডিক্যাল কলেজগুলিকে অবৈধ সুবিধা পাইয়ে দেওয়া হতো।