‘কে রাজন্যা চিনিই না, সবার সব কথার উত্তর দিতে হবে!’ রাজন্যার মন্তব্যে ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া
July 5, 20258:56 am

‘কে রাজন্যা, চিনিই না’, তৃণমূল থেকে বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদারের মন্তব্যের প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন ফিরহাদ হাকিম। সম্প্রতি মনোজিত কাণ্ডে শাসক দলের অস্বস্তি বাড়িয়ে রাজন্যা হালদার অভিযোগ করেন, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মোবাইলে তাঁর বিকৃত ছবি ছড়ানো হচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম জানান, সবার কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই।
অন্যদিকে, নিজের দলের অন্দরের পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে রাজন্যা বলেন, ‘মনোজিতের মতো অনেকেই তৃণমূল ছাত্র পরিষদে রয়েছে। নিজেদের ঘর নিজেদেরই পরিষ্কার করতে হবে।’ এই প্রসঙ্গে তিনি নিজেকে তীব্র নারীবিদ্বেষী মনোভাবের শিকার বলেও উল্লেখ করেন। শহরের গাছ এবং জলাভূমি সংরক্ষণ নিয়েও এদিন কথা বলেন মেয়র।