সীমান্ত পেরিয়ে মাসুদ আজহার আফগানিস্তানে! চাঞ্চল্যকর দাবি পাক মন্ত্রীর

জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহার কোথায়, তা জানে না পাকিস্তান। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানের মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি আরও বলেন, ভারত যদি তার পাকিস্তানে উপস্থিতির তথ্য দেয়, তবে তাকে ‘খুব আনন্দের সঙ্গে’ গ্রেপ্তার করা হবে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ভুট্টো জানান, মাসুদ আজহারকে খুঁজে না পাওয়ায় তারা মনে করছেন, আফগানিস্তানেই থাকতে পারেন এই জঙ্গি নেতা।
ভারতের কাছে অন্যতম মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসবাদী ২০০১ সালের সংসদ হামলা, ২৬/১১ মুম্বই হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার সঙ্গে সরাসরি জড়িত।1 জাতিসংঘ ২০১৯ সালে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করেছে। বিলাওয়াল ভুট্টোর মতে, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পক্ষে আফগানিস্তানের ভেতরে ঢুকে মাসুদকে খুঁজে বের করা আসাম্ভব।