পুণের ঘটনায় নয়া মোড়, ধর্ষণের অভিযোগ মিথ্যা বললেন তরুণী

পুণের এক অভিজাত আবাসনে কুরিয়ার ডেলিভারি বয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক ২২ বছর বয়সী তরুণী। ধর্ষণের পর সেলফি তোলা এবং ‘আবার আসব’ লিখে যাওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগও ছিল। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কুরিয়ার ডেলিভারি বয় ওই তরুণীকে ধর্ষণ করেননি। বরং, নিজের বন্ধুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন ওই তরুণী। এই ঘটনায় নতুন মোড় আসায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশি জেরার মুখে ওই তরুণী স্বীকার করেছেন যে, তিনি স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের জন্য প্রস্তুত ছিলেন না এবং অভিযুক্ত যুবক তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে সম্পর্ক স্থাপন করেন। এর জেরেই ক্ষোভের বশে ওই যুবককে ফাঁসানোর জন্য তিনি মিথ্যা অভিযোগ দায়ের করেন। এমনকি, ধর্ষণের পর তোলা সেলফি এবং ‘আবার আসব’ বার্তাটিও তরুণী নিজেই এডিট করে জুড়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। পূর্বেও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে।