ভূট্টোর হুঙ্কার, ‘সিন্ধু দিয়ে জল বইবে আমাদের, নয়তো ওদের’

পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো সম্প্রতি ভারতকে উদ্দেশ্য করে এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিন্ধু নদ নিয়ে মন্তব্য করে বলেছেন, “সিন্ধু দিয়ে হয় আমাদের জল বইবে, নয়ত ওদের।” একইসঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার পাকিস্তানে নেই, বরং আফগানিস্তানে থাকতে পারে বলেও দাবি করেছেন বিলাবল। তাঁর দাবি, ভারত যদি মাসুদের অবস্থান সম্পর্কে তথ্য দেয়, তাহলে পাকিস্তান তাকে গ্রেফতার করতে প্রস্তুত।
বিলাবল ভুট্টো আরও বলেন, ভারত যদি মাসুদের সঠিক ঠিকানা জানাতে পারে, তবে পাকিস্তান তাকে আটক করতে আগ্রহী। তাঁর যুক্তি, সন্ত্রাস দমনে দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান জরুরি। এর মাধ্যমে লন্ডন, নিউইয়র্ক এবং পাকিস্তানের মতো স্থানে হামলা এড়ানো সম্ভব। পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সংঘাতের আবহে বিলাবলের এই মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।