বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই মমতাকে শমীক ভট্টাচার্যের আক্রমণ
July 5, 20259:18 am

বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য দায়িত্ব নিয়েই আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে তিনি বলেন, “কালীঘাটের কালী বলে দিয়েছেন তুমি আমার প্রতিবেশী হতে পারো, কিন্তু তুমি যা করেছ তাতে আমি তোমার ফাইল নিতে পারব না।” এর মাধ্যমে তৃণমূল প্রতিরোধের কৌশল বদলের ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিন শমীক ভট্টাচার্য তাঁর সভাপতি গ্রহণ মঞ্চে কালীঘাটের কালীর ছবি ব্যবহার করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে তিনি আরও বলেন, “কালীঘাট তো শক্তিপীঠ। বাঙালির সঙ্গে কালীর নিবিড় যোগ রয়েছে। কালী বাদ দিয়ে কোনো পরিচয় নেই। বিবেকানন্দও বলেছেন এখানে কালী পাঁঠা খাবে। সেখানে কালীর ছবি নিয়ে আপত্তি কেন?”