শরীরে নাইটি, পেটে ৮ মাসের বাচ্চা আর হাতে ৫ টাকা! লড়াই করে স্বাবলম্বী ইউটিউবার অলকা জয়সওয়াল

শরীরে নাইটি, পেটে ৮ মাসের বাচ্চা আর হাতে ৫ টাকা! লড়াই করে স্বাবলম্বী ইউটিউবার অলকা জয়সওয়াল

অত্যন্ত মর্মান্তিক এক জীবন সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন জনপ্রিয় ইউটিউবার অলকা জয়সওয়াল। বিয়ের পর স্বামী ও শ্বশুরবাড়ির প্রতারণার শিকার হয়ে তাঁকে অন্তঃসত্ত্বা অবস্থায় গৃহহীন হতে হয়। মদ্যপ স্বামীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়ে এবং তাঁর আসল পরিচয় জানার পর অলকাকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়। সে সময় তাঁর কাছে ছিল মাত্র ৫ টাকা। পথে পথে ঘুরে তিনি চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন, এমনকি আত্মহত্যার চিন্তাও তাঁর মনে এসেছিল।

তবে অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন। নতুন করে জীবন শুরু করে অলকা এখন একজন সফল ব্যাংকার এবং জনপ্রিয় ইউটিউবার। নিজের কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, যা অনেক নারীর কাছেই অনুপ্রেরণা। দ্বিতীয়বার বিয়ে করে তিনি বর্তমানে সুখের সংসার করছেন এবং তাঁর স্বামীকেই নিজের সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *