ভূট্টোর দাবি আফগানিস্তানে লুকিয়ে মাসুদ আজহার, ধরিয়ে দিলে খুশি হবে পাকিস্তান

পহেলগাম হামলায় জড়িত সন্ত্রাসীদের প্রসঙ্গে পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো সম্প্রতি এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি জানান, পহেলগাম হামলার মূল হোতা মাসুদ আজহার কোথায় আছেন, সে বিষয়ে পাকিস্তান কিছুই জানে না। তার ধারণা, আজহার আফগানিস্তানে থাকতে পারেন। ভুট্টো আরও বলেন, ভারত যদি আজহারের পাকিস্তানে থাকার কোনো প্রমাণ দিতে পারে, তবে তাকে গ্রেপ্তার করতে পাকিস্তান খুশি হবে। মাসুদ আজহার জইশ-ই-মোহাম্মদ জঙ্গি সংগঠনের প্রধান এবং ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মধ্যে অন্যতম।1
পাকিস্তানে সক্রিয় একাধিক জঙ্গি সংগঠনের প্রধানদের আশ্রয় দেওয়ার অভিযোগ ভারতের দীর্ঘদিনের। যদিও ভারত বারবার এই জঙ্গিদের হস্তান্তরের দাবি জানালেও পাকিস্তান বরাবরই উদাসীনতা দেখিয়েছে। বিলাওয়াল ভুট্টো লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদকে পাকিস্তানের হেফাজতে রাখার কথা বললেও মাসুদ আজহারের ক্ষেত্রে অক্ষমতা প্রকাশ করেছেন।2 তিনি যুক্তি দিয়েছেন, আফগানিস্তানে গিয়ে আজহারকে খুঁজে বের করা পাকিস্তানের পক্ষে সম্ভব নয়, কারণ ন্যাটো বাহিনীও আফগানিস্তানে তা করতে পারেনি।