স্বামীর পাশবিকতা ছেড়ে প্রেমিকের সঙ্গে বসবাস, ২ সন্তানের মায়ের রহস্যমৃত্যু! প্রেমিক ও স্বামীর খোঁজে পুলিশ
July 5, 202510:52 am

উত্তরপ্রদেশের বরেলিতে এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। পতিকে ছেড়ে অন্য এক সম্প্রদায়ের প্রেমিকের সঙ্গে বসবাসকারী ৩০ বছর বয়সী মীরা শর্মাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মীরার চার বছরের ছেলে পুলিশের কাছে জানিয়েছে, তার মায়ের প্রেমিকই তার সামনেই মাকে খুন করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালে শ্বাসরোধ করে হত্যা এবং শরীরে আঘাতের চিহ্ন থাকার বিষয়টি নিশ্চিত হয়।
পুলিশ সূত্রে খবর, মীরা তাঁর স্বামী পবনের ঘর ছেড়ে শাহজাহানপুরের বাসিন্দা গুড্ডু ওরফে আশিকের সঙ্গে রামগঙ্গা নগর সেক্টর-৭-এর একটি ভাড়া কোয়ার্টারে থাকতেন। প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো। মীরার স্বামী পবনও মাঝেমধ্যে ওই কোয়ার্টারে আসতেন। বর্তমানে মীরার প্রেমিক গুড্ডু ও স্বামী পবন দু’জনেরই খোঁজ চালাচ্ছে পুলিশ।