২৬ এর বিধানসভা নির্বাচন: পুজোর পর ইস্তাহার আনছে বিজেপি, সুকান্তর কাঁধে বড় দায়িত্ব

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, যার প্রস্তুতিতে এখনই কোমর বেঁধে নামছে বিজেপি। পুজোর পরেই প্রকাশিত হবে বঙ্গ বিজেপির ২৬-এর ভোটের সংকল্পপত্র বা ইস্তাহার। এই সংকল্পপত্রের প্রচ্ছদ পরিকল্পনার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারকে। দল এবার ইতিবাচক প্রচারে জোর দিচ্ছে, যেখানে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের উন্নয়নে কী কী পদক্ষেপ নেবে, তা বাংলার মানুষের কাছে তুলে ধরা হবে।
সম্প্রতি শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর জানিয়েছেন, বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চাইছে। এই পরিস্থিতিতে গেরুয়া শিবির ২৬-এর ভোটযুদ্ধে এখন থেকেই পুরোদমে ঝাঁপিয়ে পড়ছে। চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে ৯২টি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে থাকলেও, ১০৮টি আসনে তারা স্বল্প ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই ২০০টি আসনকে বাড়তি গুরুত্ব দিয়ে ১০ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা কমিটিগুলিকে বুথ সশক্তিকরণের জন্য বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে।