রানাঘাট লোকালে অস্ত্রের কোপ, প্রতিবাদ করায় আক্রান্ত যুবক

রানাঘাট লোকালে অস্ত্রের কোপ, প্রতিবাদ করায় আক্রান্ত যুবক

শুক্রবার সন্ধ্যায় রানাঘাট লোকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভিড়ে ঠাসা ট্রেনের কামরায় কয়েকজন যুবক ধারালো অস্ত্র হাতে তাণ্ডব চালাচ্ছিল। কাঁচরাপাড়ার বাসিন্দা অরিজিৎ বিশ্বাস নামের এক ছাব্বিশ বছরের যুবক এর প্রতিবাদ করলে তাকে চপার দিয়ে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছিল এবং বয়স্ক এক দম্পতিকে মারধর করছিল, যার প্রতিবাদ করলে অরিজিৎ আক্রান্ত হন।

ঘটনাটি ব্যারাকপুর স্টেশনে ঘটে এবং অরিজিৎ জিআরপি-তে অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। পরে দমদম জিআরপি ওসির হস্তক্ষেপে এফআইআর নেওয়া হলেও তাকে অভিযোগপত্রের কপি দেওয়া হয়নি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও রেল যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। অরিজিতের প্রশ্ন, সাধারণ মানুষের প্রতিবাদ করলে যদি এমন পরিণতি হয় এবং পুলিশি সহায়তায় বিলম্ব হয়, তবে নিরাপত্তা কোথায়? রেল পুলিশের পক্ষ থেকে অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *