যুবতীর ছয় প্রেমিক দেখে রেস্তোরাঁয় তুলকালাম, ভাইরাল ভিডিও
July 5, 202512:17 pm

সম্প্রতি ঢাকার একটি রেস্তোরাঁয় এক যুবতী তাঁর ছয় প্রেমিককে একসঙ্গে দেখে হতবাক হয়ে যান। অভিযোগ, তিনি একই সময়ে এই ছয়জনের সঙ্গেই সম্পর্কে ছিলেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবতী এক ব্যক্তির সঙ্গে বসে থাকার সময় একে একে তাঁর অন্য প্রেমিকরা সেখানে প্রবেশ করেন। এই আকস্মিক পরিস্থিতিতে যুবতীকে বিব্রত ও ক্ষুব্ধ দেখায়। তাঁকে কাঁদতে এবং টেবিলে চাপড় মারতেও দেখা যায়।
আধুনিক ডেটিংয়ে প্রতারণার এই ঘটনা সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই যুবতীর সমালোচনা করেছেন, আবার কেউ কেউ তাঁর পক্ষও নিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘যে যুবক সকলকে একত্র করেছেন, তাঁকে স্যালুট’, অন্যদিকে আরেকজন লিখেছেন, ‘যখন কোনও পুরুষ চারটি বিয়ে করেন তখন সব ঠিক তখন একজন মহিলার কেন ছ’জন প্রেমিক থাকতে পারবে না?’