প্রভিডেন্ট ফান্ড বকেয়া কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ, আদালতে মদন মিত্র

পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন নিগমের অবসরপ্রাপ্ত কর্মীদের কয়েক হাজার কোটি টাকা প্রভিডেন্ট ফান্ড বকেয়া থাকায় কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের মুখে রাজ্য সরকার। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় পরিবহন ও অর্থ দফতরকে অবিলম্বে সমস্ত পেনশনভোগীর বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ইস্যুতে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের অর্থসচিবসহ একাধিক আধিকারিককে হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছিল। বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাসিক বেতন থেকে ভবিষ্যতের জন্য এই টাকা কেটে নেওয়া হয়। কর্মীদের মেয়ের বিয়ে বা স্ত্রীর অসুখের জন্য টাকার দরকার, তাঁরা যেন বঞ্চিত না হন।”
আদালতে রাজ্য জানিয়েছে, বকেয়া টাকা ইতিমধ্যেই ১৭ জন কর্মীকে পরিশোধ করা হয়েছে এবং বাকিদের টাকাও দ্রুত মিটিয়ে দেওয়া হবে। যদিও, রাজ্য সরকারের এই আশ্বাসের পরেও বিপুল বকেয়া কতদিনে মেটানো হয়, সেদিকেই নজর রাখছেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এই ঘটনা রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা এবং প্রভিডেন্ট ফান্ডের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে।