কল্যাণী হাসপাতালে শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল (JNM) হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক শিশুর মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করলে কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার।
পরিবারের অভিযোগ, মঙ্গলবার মাথাব্যথা ও বমি নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যানে মস্তিষ্কে জল জমার বিষয়টি ধরা পড়লেও এক সিনিয়র চিকিৎসক জানান, শিশুর অবস্থা স্থিতিশীল। এরপর শুক্রবার রাতে জুনিয়র চিকিৎসক ও নার্সরা জোর করে সিটি স্ক্যান করান এবং এর পরপরই শিশুটির জ্ঞান আর ফেরেনি। শনিবার সকালে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্যালাইন না চলার অভিযোগও তুলেছে পরিবার। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেছে।