পুজোর আগেই সুখবর মহার্ঘ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের
July 5, 20251:09 pm

দুর্গাপূজার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর আসতে চলেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জুলাই-ডিসেম্বর ২০২৫ চক্রের জন্য মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ স্বস্তি (DR) ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে। আগামী ১ জুলাই, ২০২৫ থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। এর ফলে প্রায় ৪৮.৬৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৬.৫৫ লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।
বিশেষজ্ঞদের মতে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (AICPI-IW) সূচকের সাম্প্রতিক বৃদ্ধি এই সম্ভাবনার মূল কারণ। যদি এই ঘোষণা পুজোর আগে হয়, তাহলে কর্মীরা জুলাই থেকে সেপ্টেম্বরের বকেয়া সহ অতিরিক্ত অর্থ হাতে পাবেন, যা উৎসবের মরসুমে তাঁদের আর্থিক স্বস্তি দেবে।