পূর্ব রেলে ১৩ শূন্যপদে কর্মী নিয়োগ, শুরু হচ্ছে আবেদন

ইস্টার্ন রেলওয়েতে লেভেল ১ ও লেভেল ২ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। মোট ১৩টি শূন্যপদে এই নিয়োগ হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrcer.org-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ৯ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৮ আগস্ট শেষ হবে।

জানা গেছে, লেভেল ১-এর জন্য ৩টি এবং লেভেল ২-এর জন্য ১০টি শূন্যপদ রয়েছে। আবেদনকারীদের যোগ্যতা হিসেবে লেভেল ২-এর জন্য দ্বাদশ শ্রেণি পাশ এবং লেভেল ১-এর জন্য দশম শ্রেণি পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) অথবা ITI সার্টিফিকেট থাকা আবশ্যিক। লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *