শ্বশুর সেজেছিল ত্রাতা, গর্ভবতী পুত্রবধূকে ঠেলে দিল ভয়ংকর নরকে!

এক মর্মান্তিক ঘটনায় বিহারের মুজাফফরপুরে এক ২৫ বছর বয়সী গর্ভবতী নারী শিকার হয়েছেন পাশবিক নির্যাতনের। অসুস্থতার অজুহাতে শ্বশুর তাকে নিয়ে যান এক ভণ্ড তান্ত্রিকের কাছে। সেখানেই চিকিৎসা করানোর নামে নির্জন ঘরে ওই নারীকে গণধর্ষণ করা হয়। এই নারকীয় ঘটনায় জড়িত ছিল তান্ত্রিক এবং তার দুই সহযোগী। পুত্রবধূকে এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়ায় শ্বশুরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
চার মাসের অন্তঃসত্ত্বা ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হলে শ্বশুর তাকে নিয়ে যান শিওয়াইপট্টি থানা এলাকার মাধেরা গ্রামের এক তান্ত্রিকের কাছে। পরিবারের বাকি সদস্যদের বাইরে বসিয়ে তান্ত্রিক চিকিৎসার নামে ওই নারীকে একটি ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এরপর সে তার দুই সঙ্গীকে নিয়েও ওই নারীর ওপর বারবার পাশবিক নির্যাতন চালায়। এই ভয়াবহ ঘটনার পর নির্যাতিতা নারীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।