বিজেপির মুসলিম নীতি ঘিরে বিতর্ক, তথাগত রায়ের বিস্ফোরক মন্তব্য

বঙ্গ বিজেপির নবনিযুক্ত সভাপতি শমীক ভট্টাচার্যের ‘মুসলিমদের হাতে তরোয়ালের বদলে কলম তুলে দেওয়ার’ মন্তব্যের পরই বিতর্কে জড়ালেন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে তথাগত রায় বলেছেন, বিজেপি চোরাপথে ঢোকা বাংলাদেশি মুসলিমদের ভোটার তালিকা ও ভারতভূমি থেকে সরাবে। তিনি আরও দাবি করেন, কিছু ব্যতিক্রম বাদে ভারতীয় মুসলিমদের ভোট বিজেপি কোনোদিনই পায়নি, আর পাবেও না। তাঁর মতে, তৃণমূল ও অতীতে কংগ্রেস-সিপিএমের ‘নির্লজ্জ পক্ষপাতিত্ব’-এর কারণেই এমনটা হবে।
তথাগত রায় তাঁর পোস্টে বাঙালি হিন্দুদের অস্তিত্বের সংকট এবং বিজেপির লক্ষ্য নিয়ে আরও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি লেখেন, বাঙালি হিন্দুরা বিলুপ্তির পথে এবং তাদের একমাত্র বাঁচাতে পারে পশ্চিমবঙ্গ বিজেপি। তিনি বিজেপির কিছু নেতার ‘তোয়াজের মানসিকতা’ ছাড়ার আহ্বান জানান। তথাগত রায়ের এই মন্তব্য শমীক ভট্টাচার্যের সুরের সম্পূর্ণ বিপরীত হওয়ায় রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।