শিয়ালদহ লাইনে ফের ট্রেন বাতিল ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা!

ফের শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে চলেছে! দমদম জংশন স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের কারণে আজ এবং আগামীকাল একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, আজ রাত ১২টা ১০ মিনিট থেকে আগামীকাল সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত এই ট্রেন বাতিল থাকবে। এর ফলে নিত্যযাত্রীদের আবারও চরম দুর্ভোগে পড়তে হতে পারে।
এই অপ্রত্যাশিত ট্রেন বাতিলের তালিকায় শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-বারাসাত, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-নৈহাটি এবং বজবজ-শিয়ালদহ রুটের একাধিক ট্রেন রয়েছে। এছাড়াও, বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল এবং নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেসের মতো কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো।
কোন কোন ট্রেন বাতিল হচ্ছে?
আজ শনিবার বাতিল ট্রেন
শিয়ালদহ-ডানকুনি (Up 32249/Dn 32252)
আগামীকাল রবিবার বাতিল ট্রেন
শিয়ালদহ-হাবড়া রুটে Up 33651, 33653/Dn 33652, 33654
শিয়ালদহ-দত্তপুকুর রুটে Dn 33612
শিয়ালদহ-বনগাঁ রুটে Up 33811, 33817/Dn 33824, 33826
শিয়ালদহ-বারাসাত রুটে Up 33431/Dn 33432
শিয়ালদহ-ডানকুনি রুটে Up 32211, 32213, 32215, 32217, 32219/ Dn 32212, 32214, 32216, 32218, 32220
শিয়ালদহ-কল্যাণী সীমান্ত রুটে Dn 31312
শিয়ালদহ-নৈহাটি রুটে Up 31411, 31415/ Dn 31412, 31414, 31422
বজবজ-শিয়ালদহ রুটে Up 34117
নৈহাটি-কল্যাণী সীমান্ত রুটে Up 31191
কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন
13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ব্যান্ডেল জংশন দিয়ে ঘুরপথে যাবে।
12344 হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল এবং 12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ব্যান্ডেল জংশন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
এছাড়াও রেলের তরফে জানানো হয়েছে, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেও শিয়ালদহ ডিভিশনে রক্ষণাবেক্ষণের জন্য ট্রেন বাতিল করা হয়েছিল। কয়েক দিনের ব্যবধানে আবারও একই কারণে ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের।