বিচারকের আসনে ঈশ্বর নয়, ন্যায়বিচারেই আস্থা রাখুন সুপ্রিম কোর্ট বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য

ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই আস্থাকেই নতুন দিশা দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি একটি মামলার শুনানিতে বিচারপতির এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা। উত্তরপ্রদেশের একটি মন্দির-সংক্রান্ত মামলার শুনানির সময় এক আইনজীবী আদালতকে জানান যে তাঁর মক্কেল বিচারকদের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলছেন, যা তাঁর কাছে অত্যন্ত অপমানজনক। এই প্রসঙ্গে তিনি আবেগপ্রাপ্লুত হয়ে বলেন, “আমরা সবসময় বিচারকদের মধ্যে ঈশ্বরকে দেখি।”
এর জবাবে বিচারপতি এম এম সুন্দরেশ ওই আইনজীবীকে এক মূল্যবান উপদেশ দেন। তিনি বলেন, “বিচারকদের মধ্যে ঈশ্বরকে দেখার পরিবর্তে ন্যায়বিচারের মধ্যে ঈশ্বরকে দেখুন। আমরা কেবল বিনয়ী সেবক। বিচারকদের মধ্যে নয়, ন্যায়বিচারের প্রতি বিশ্বাস রাখা জরুরি।” বিচারপতি আইনজীবীর মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন মঞ্জুর করেন এবং এই মন্তব্য বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও ন্যায় প্রতিষ্ঠার গুরুত্বকেই তুলে ধরে।