চিকিৎসার নাম করে পুত্রবধূকে তান্ত্রিকের ফাঁদে ফেলল শ্বশুর, বন্ধ ঘরে হাড়হিম করা কান্ড!
July 5, 20253:54 pm

বিহারের মুজাফফরপুরে চিকিৎসার নামে চার মাসের গর্ভবতী পুত্রবধূকে গণধর্ষণের অভিযোগে শ্বশুর ও এক তান্ত্রিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, পুত্রবধূর অসুস্থতার সুযোগ নিয়ে শ্বশুর তাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়। সেখানে তান্ত্রিক প্রথমে তাকে ধর্ষণ করে এবং পরে তার দুই সঙ্গীকে নিয়ে গণধর্ষণ করে।
ঘটনার শিকার ২৫ বছর বয়সী ওই মহিলা অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলেন। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। শিবাইপট্টি থানা এলাকার মাধেড়া গ্রামের এই ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।