ঘরে ঘুমন্ত ভাইয়ের স্ত্রীর উপর পাশবিক অত্যাচার, গ্রেফতার দেওর

উত্তরপ্রদেশের বদায়ুনে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে এক দেওর নিজের বৌদিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। সদর কোতোয়ালি এলাকার এই ঘটনায় নির্যাতিতা মহিলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে মামলা রুজু করার নির্দেশ দিয়েছে। এরপর পুলিশ প্রভু দয়াল নামের ওই দেওরের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রভু দয়ালের তার বৌদির উপর অনেক দিন ধরেই কুনজর ছিল এবং এর আগেও সে কয়েকবার অশ্লীল আচরণ করেছে। ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যখন মহিলার স্বামী ওষুধ আনতে বাইরে গিয়েছিলেন, সেই সুযোগে দেওর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাঁর উপর পাশবিক অত্যাচার চালায়। মহিলার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা জেগে উঠলে অভিযুক্ত তাদের প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে অভিযোগ জানানোর কারণে অভিযুক্তের স্ত্রী ও মেয়ে নির্যাতিতা মহিলাকে মারধর ও গালিগালাজ করে বলেও অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও সুরাহা না মেলায় শেষমেশ আদালতের দ্বারস্থ হন নির্যাতিতা।