রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন কমিশন দাবি, ফের চাপ অর্থদফতরে

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন কার্যকরের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন, যা রাজ্য প্রশাসনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই কমিশন কার্যকর করার দাবি জানিয়ে মুখ্যসচিব এবং অর্থসচিবের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। যেখানে কেন্দ্র অষ্টম বেতন কমিশন নিয়ে চিন্তাভাবনা করছে, সেখানে পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ বেতন কমিশনের ২৫ শতাংশ বকেয়া মেটানো বাকি, যা রাজ্য ও কর্মীদের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন সৃষ্টি করেছে।
সংগ্রামী যৌথ মঞ্চের হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে সপ্তম বেতন কমিশন গঠন না হলে লক্ষাধিক কর্মচারী ও তাদের পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই, যদি ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কমিশনের রিপোর্ট জমা না পড়ে, তাহলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মূল বেতনের কমপক্ষে ৫০ শতাংশ হারে অন্তর্বর্তী আর্থিক সহায়তা প্রদানের দাবি জানানো হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া মেটানো নিয়ে রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে সময় চেয়েছে, তখন সপ্তম বেতন কমিশনের এই নতুন দাবি অর্থ দফতরের ওপর আরও চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।