‘রাজন্যা কে চিনিই না’ মেয়রের বিস্ফোরক মন্তব্য! তৃণমূলের অন্দরে এবার বড় ঝড়?

সাউথ ক্যালকাটা ল’কলেজের মনোজিৎ কাণ্ড নিয়ে যখন শাসকদল এমনিতেই বিতর্কে, ঠিক তখনই দলের অস্বস্তি বাড়িয়ে মুখ খুলেছেন তৃণমূলের বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদার। তাঁর অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মোবাইলে তাঁর বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, “কে রাজন্যা চিনিই না। সবার সব কথার উত্তর দিতে হবে এমনটা নয়!”
তবে রাজন্যা এখানেই থেমে থাকেননি, তিনি নিজের দলের অন্দরের ময়লা সাফ করার কথাও বলেন। তাঁর স্পষ্ট বক্তব্য, “মনোজিতের মতো অনেকেই তৃণমূল ছাত্রপরিষদে রয়েছে। নিজেদের ঘর নিজেদেরই পরিষ্কার করতে হবে।” তিনি নিজেকে তীব্র নারীবিদ্বেষী মনোভাবের শিকার বলেও দাবি করেন এবং জানান, তিনি কিসের সঙ্গে লড়াই করেছেন তা তিনি জানেন। এই ঘটনায় তৃণমূলের অন্দরে এক নতুন বিতর্কের ঝড় উঠেছে, যা দলের ভাবমূর্তিকে আরও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে।