বিয়ের মাত্র ৪ মাস-মাঝরাতে অন্য রূপ স্বামীর! স্ত্রীর কাছে অশালীন দাবি

মধ্যপ্রদেশের ভিন্দ জেলার উমরি থানা এলাকার ফুলে কাপুরা গ্রামে মাত্র চার মাস আগে বিবাহিতা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত গোল্ডি জাটভের স্বামী জবর সিং জাটভের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি স্ত্রীকে পর্নোগ্রাফিক ভিডিও তৈরির জন্য চাপ দিতেন। ২৫-২৬ জুন রাতে মাতাল অবস্থায় জবর সিং গোল্ডিকে জোর করে অশ্লীল ভিডিও বানাতে বলেন। গোল্ডি প্রতিবাদ করলে তাদের মধ্যে ঝগড়া হয় এবং এরপর জবর সিং স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে শ্বাসরোধ করে হত্যা করেন।
পুলিশ তদন্তে জবর সিংয়ের মোবাইল ফোন থেকে আপত্তিকর ভিডিও ক্লিপ ও পর্নোগ্রাফিক সাইটের ব্রাউজিং হিস্টরি উদ্ধার করেছে, যা তার বিকৃত মানসিকতার প্রমাণ। এই নৃশংস ঘটনার পর জবর সিং নিজেই গোল্ডির বাবাকে ফোন করে খবর দেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গোল্ডিকে মৃত অবস্থায় পান। ঘরের ভেতরে রক্তের দাগ ও ছেঁড়া কাপড় দেখে পুলিশ নিশ্চিত হয় যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জবর সিংকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন।