চড়চড়িয়ে বাড়ছে ইলিশের দাম! খামখেয়ালি আবহাওয়ায় মাছের জোগানে টান এবার কত দরে পাতে উঠবে এক পিস?

চড়চড়িয়ে বাড়ছে ইলিশের দাম! খামখেয়ালি আবহাওয়ায় মাছের জোগানে টান এবার কত দরে পাতে উঠবে এক পিস?

মরশুমের শুরুতে সমুদ্রে ইলিশের প্রাচুর্য দেখা গেলেও, সম্প্রতি আবহাওয়ার খামখেয়ালিপনায় তার জোগান কমেছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় মৎস্যজীবীরা গভীর সমুদ্রে যেতে পারছেন না, যার ফলে সুন্দরবনের হাজার হাজার মৎস্যজীবী ক্ষতির মুখে পড়েছেন। বাজারে ইলিশের আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দাম বাড়ছে হু হু করে।

যে ইলিশের দাম একসময় প্রতি কেজি ৬০০ টাকায় নেমেছিল, তা এখন ৮০০ টাকায় বিকোচ্ছে। বড় ইলিশের দাম পৌঁছেছে প্রতি কেজি ২২০০ টাকায়। এই পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষের পাতে ইলিশ ওঠা আরও কঠিন হয়ে পড়বে। সকলেই এখন তাকিয়ে আছেন আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *