ক্যাবে মদ্যপান ও অসভ্যতা, চালকের কড়া জবাব

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মাতাল যাত্রীরা চলন্ত ক্যাবের ভেতরেই মদ্যপান শুরু করে দিয়েছে। ক্যাবচালক বারবার বারণ করা সত্ত্বেও তারা কর্ণপাত করেনি, বরং অশ্লীল আচরণ করতে থাকে। যাত্রীদের এমন কাণ্ডে অতিষ্ঠ হয়ে চালক পুরো ঘটনাটি নিজের ক্যামেরায় রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে চালকের বুদ্ধিদীপ্ত পদক্ষেপ এবং দৃঢ় মনোভাবের জন্য নেটিজেনরা তার ভূয়সী প্রশংসা করছেন।
ভিডিওতে দেখা যায়, চালক বারণ করা সত্ত্বেও যাত্রীরা গাড়ির ভেতরেই বোতল খালি করছে এবং মদ্যপানের পর বোতল রাস্তায় ছুঁড়ে ফেলছে। এমনকি একজন মহিলা যাত্রী পুলিশকে দেখিয়ে দেওয়ার হুমকিও দেন। ভিডিওর শেষে যাত্রীরা নেমে গেলে চালক ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, “এবার বুঝলাম কেন ক্যাবে ক্যামেরা দরকার। মানুষের যদি এটাই প্রাইভেসি হয়, তাহলে আমার গাড়িতে এমন অসভ্যতা চলবে না।” যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবুও চালকের এমন মনোভাব সমাজের কাছে একটি বার্তা দিচ্ছে।
This cab driver addressed privacy concerns in cabs which have dashboard cameras through this video.
— Incognito (@Incognito_qfs) July 2, 2025
He shouldn't have blurred the video though. Everyone should know who was this chutiya. pic.twitter.com/qmzDreMkgt