দেব-দেবীর ছবির আড়ালে গাঁজা কারবার, হাতেনাতে ধরা পড়ল তৃণমূল নেতা!

দেব-দেবীর পবিত্র ছবির আড়ালে চলছিল মাদকের রমরমা কারবার! গোপন সূত্রে খবর পেয়ে আচমকা পুলিশের হানায় হাত বদলের আগেই বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজা ভর্তি ব্যাগ, আর সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য লালন শেখ-সহ মোট ৩ জনকে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে এবং শাসক দলের অস্বস্তি বাড়িয়েছে। ধৃতদের রবিবার রামপুরহাট মহকুমার বিশেষ আদালতে তোলা হবে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে রামপুরহাট বাস স্ট্যান্ডে হানা দিলেও গাঁজা পাচারকারীরা পুলিশের নজর এড়িয়ে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে মাড়গ্রাম মোড়ের কাছে গাঁজা হাত বদলের জন্য বসেছিল। সেখানেই শিব, দুর্গা, লক্ষ্মীর ছবির আড়ালে পাচার হওয়া বিপুল পরিমাণ গাঁজাসহ তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ। এই ঘটনা প্রমাণ করে যে, অপরাধীরা ধর্মীয় প্রতীক ব্যবহার করেও তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যেতে দ্বিধা করছে না।