জিলিপি আর দুধ খেয়ে ঘুমিয়েছিল গোটা পরিবার, সকাল হতেই ছেলে দেখল সাংঘাতিক এক দৃশ্য
July 5, 20256:07 pm

উত্তরপ্রদেশের ফিরোজাবাদের মোহাম্মদাবাদ গ্রামে দুধ ও জিলিপি খেয়ে মর্মান্তিক ঘটনার শিকার হলো এক পরিবার। বৃহস্পতিবার রাতে খাবার পর বাজার থেকে আনা দুধ ও জিলিপি খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। কিন্তু শুক্রবার সকালে তাঁদের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে সবাইকে আগ্রার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়।
ঘটনার পর পরিবারের সদস্য সত্যপাল যাদব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাবা সাহাব সিং যাদব, স্ত্রী উর্মিলা, ছেলে বাণ্টি এবং মেয়ে সিমরান এখনো হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুধ বা জিলিপি বিষাক্ত হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।