১৪ বছরের বিস্ময় বালক! ইংল্যান্ডকে চূর্ণ করে অভিষেক ম্যাচেই দ্রুততম সেঞ্চুরি!

ইংল্যান্ডের মাটিতে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে রীতিমতো ঝড় তুলেছেন মাত্র ১৪ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে তাঁর তাণ্ডব যেন থামছেই না! ভারতীয় সিনিয়র দল যখন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে লড়ছে, তখন জুনিয়র পর্যায়ে বৈভবের নাম বারবার শিরোনামে আসছে। আগের তিনটি ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলার পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে যুব একদিনের সিরিজে তিনি এক ঐতিহাসিক সেঞ্চুরি হাঁকিয়ে তাঁর ধারাবাহিকতার প্রমাণ দিলেন।
এই সেঞ্চুরিটি এসেছে মাত্র ৫২ বলে, যা যুব একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের কামরান গুলামের ৫৩ বলের সেঞ্চুরি। বৈভব তাঁর এই ইনিংসে ৭টি ছক্কা এবং ১০টি চারের সাহায্যে ১০০ রান পূর্ণ করেন। সেঞ্চুরি করার পরও তাঁর ব্যাট থামেনি; শেষ পর্যন্ত তিনি ১৩টি চার এবং ১০টি ছক্কার সাহায্যে ১৪৩ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন, যা ইংল্যান্ডের যুব দলের বোলারদের নাজেহাল করে ছেড়েছে।