দিনরাত ৩ স্বামীর সোহাগ-আদরের কম্পিটিশন! এই মহিলাকে দেখে হিংসায় জ্বলছে নেটদুনিয়া

নেপালের এক মহিলার একাধিক স্বামী নিয়ে তৈরি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিন স্বামী তাঁদের স্ত্রীকে খুশি রাখতে দিনরাত পরিশ্রম করছেন। একজন সকালে স্ত্রীর জন্য প্রাতঃরাশ তৈরি করছেন, অন্যজন ব্যস্ত ঘরকন্নার কাজে। তৃতীয়জন আবার স্ত্রীর পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন তাঁর ক্লান্তি দূর করতে। এই দৃশ্য দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এবং নানা মন্তব্য করছেন। ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে, তবে এর সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
যদিও নেপালে বহুপতিত্বের (একজন নারীর একাধিক স্বামী) প্রথা বিদ্যমান, আধুনিক জীবনযাত্রা ও নগরায়নের প্রভাবে এর চর্চা ক্রমশ কমছে। এই ভিডিওটি নিছক ভাইরাল হওয়ার উদ্দেশ্যে তৈরি একটি নাটক কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে। বিশেষজ্ঞদের মতে, চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরির লক্ষ্যেই ভিডিওটি বানানো হয়ে থাকতে পারে।