ঘরে ৩ কন্যা, দম্পতি চাইতেন পুত্রসন্তান! তাই প্ল্যাটফর্মে গিয়েই করলেন এমন এক কাজ, সিসিটিভিতে রহস্য ফাঁস

ঘরে ৩ কন্যা, দম্পতি চাইতেন পুত্রসন্তান! তাই প্ল্যাটফর্মে গিয়েই করলেন এমন এক কাজ, সিসিটিভিতে রহস্য ফাঁস

এক দম্পতি পুত্রসন্তানের আকাঙ্ক্ষায় রেল প্ল্যাটফর্ম থেকে চার বছরের এক শিশুকে অপহরণ করেছে। গত ১০ জুন আরিয়ান নামের শিশুটি খেলার সময় পরিবারের নজর এড়িয়ে প্ল্যাটফর্মের এক প্রান্তে চলে যায়। সেই সুযোগে কমল ও তার স্ত্রী শিশুটিকে নিয়ে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনা, যা দেখে জিআরপি ও আরপিএফ টিম হতবাক হয়ে যায়।

জিআরপি ও আরপিএফ-এর যৌথ তৎপরতায় অবশেষে গোয়ালিয়র থেকে আরিয়ানকে উদ্ধার করা হয়। পুলিশি জেরায় দম্পতি জানায়, তাদের তিন কন্যাসন্তান থাকায় তারা একটি পুত্রসন্তান চাইছিল, তাই আরিয়ানকে অপহরণ করে। এসপি জিআরপি অভিষেক বর্মার নেতৃত্বে ১৪টি বিশেষ দল গঠন করে ২৫০টির বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ১৬ জুন গোয়ালিয়রে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *