চাকদহ পুলিশ থানা এলাকায় চুরি হওয়া ৪ টি মোটর সাইকেল উদ্ধার, গ্রেপ্তার এক

দেবাশীষ সিংহ/ নদীয়া।
নদিয়ার জেলার চাকদা থানা এলাকা থেকে চুরি হওয়া বেশ কয়েকটি মোটর বাইক চুরির ঘটনার কিনারা করলো চাকদা থানার পুলিশ।এদিন বারাসাত থানা এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা হয় ৪ টি মোটর বাইক। শনিবার দুপুরে চাকদা থানায় এক সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করলেন রানাঘাট পুলিশ জেলার DSP । পুলিশ সূত্রে খবর, চাকদা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে গত মে ও জুন মাসে ৪ টি মোটর বাইক চুরির ঘটনা ঘটে। সেই সমস্ত চুরির ঘটনার তদন্ড শুরু করে বিভিন্ন এলাকার সিসি ক্যামেরা ফুটেজ দেখে এক ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশ। এর পর বিভিন্ন থানা এলাকায় তার ছবি পাঠিয়ে তাকে সনাক্ত করার চেষ্টা শুরু করে চাকদা থানার পুলিশ। আর এর পরই বারাসাত থানার পুলিশ বাইক চুরির অভিযোগে কয়েকদিন আগে ওই চিহ্নিত ব্যক্তিকে গ্রেফতার করেছে খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে নেয় চাকদা পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম সুভাষ মন্ডল। বাড়ী উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চাকদা থানা এলাকা থেকে চুরি যাওয়া ৪ টি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ। ধৃত ওই ব্যক্তির সাথে কোনো বড় বাইক চুরি চক্রের যোগ আছে কিনা তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।