নবদ্বীপ অমর ভারতী ক্লাবের ৫৪তম বর্ষের দুর্গোৎসবের সুচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে

দেবাশীষ সিংহ/ নদীয়া।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসবের এখনো প্রায় তিন মাস বাকি। তবুও এরই মধ্যে শুরু হয়ে গেল শারদীয়া দুর্গাপূজার কাউন্টাডাউন। ৫ ই জুলাই শনিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনঃরযাত্রার দিন অনুষ্ঠিত হলো চৈতন্যভূমি নদীয়ার নবদ্বীপ শহরের অমর ভারতী ক্লাবের খুঁটি পূজার মাধ্যমে শ্রী শ্রী শারদীয়া দূর্গাৎসবের। জানাযায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে নবদ্বীপে দূর্গাদেবীর আরাধনায় যেসমস্ত বারোযারী পুজো কমিটি ও ক্লাব এই দুর্গোৎসবের আয়োজন করে তাদের মধ্যে অন্যতম হলো নবদ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গানতলা এলাকার অমর ভারতী ক্লাব। এবছর তাদের পুজো ৫৪ তম বর্ষ এ পদার্পন করলো। শনিবার সকালে দেখা গেল নবদ্বীপ অমর ভারতী ক্লাব প্রাঙ্গনে আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে আয়োজন করা হয় খুঁটি পুজোর। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার ও শিক্ষক শ্যামা প্রসাদ পাল, নবদ্বীপ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মনিকা চক্রবর্তীসহ স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তিগনও অমর ভারতী ক্লাবের সদস্য সদস্যাবৃন্দ। এবছরে পুজো সম্পর্কে ক্লাবের স্থায়ী সভাপতি ও পুজো কমিটির সভাপতি বলেন, প্রথবছরের মতো এবছর ও তাদের ক্লাব শারদীয়া দুর্গোৎসবে সামিল হয়েছে এবং এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনার সাথে শুরু হলো।

প্রতিবছর তাদের ক্লাবের পুজো বিভিন্ন থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এবছর তাদের থিম কেদারনাথ মন্দিরের গুহা ও মন্দিরের আদলে তৈরী হবে মন্ডপসজ্বা এবং দূর্গা প্রতিমা। এছাড়াও থাকবে প্রতি বছরের মতো আলোকসজ্বা।
তারা আরো জানান প্রতি বছর তাদের এই পুজো সাধারণ দর্শণার্থীদের মন জয় করে এবছর তারা আশা করেন তাদের প্রতিমা ও মন্ডপ মানুষের মন জয় করবে বলে আশাবাদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *