চুরি ঠেকাতে এটিএমের এসি, সিসিটিভি ক্যামেরায় তালা! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব সকলে
July 5, 20257:03 pm

চুরির ঘটনা রুখতে অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে একটি এটিএমে। সেখানে এটিএমের ভেতরে থাকা এসি ইউনিট এবং সিসিটিভি ক্যামেরাতেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এটিএমের ভেতরের এসিটি একটি বড় লোহার জালির মধ্যে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এরপর ক্যামেরা ঘুরতেই দেখা যায়, সিসিটিভি ক্যামেরাতেও তালা লাগানো। এটিএমের সামগ্রী চুরির ভয়ে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই দৃশ্যে অনেকেই অবাক হয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, চোরদের এমন উপদ্রব বেড়েছে যে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এটিএমের সুরক্ষায় এমন কঠোর ব্যবস্থা দেখে সকলেই বিস্মিত।