উস্থি তৃণুমলের দলীয় কার্যালয়ে”একুশে জুলাইকে” সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা

বাইজিদ মন্ডল মগরাহাট:- একুশে জুলাইকে” সামনে রেখে মগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উস্থি দলীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে।যেখানে সভায় মুখ্য রূপে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,মন্দির বাজার বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলার দলীয় সভাপতি জয়দেব হালদার,দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা, জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি সর্দার, মগরাহাট পশ্চিম ব্লকের কার্যকরী তৃণমূলের যুব সভাপতি নাজবুল দপ্তরী,জেলা পরিষদের সদস্যা সঙ্গীতা হালদার,যুব নেতা সাবির উদ্দিন পুরকাইত, শিরাকোল পঞ্চায়েত প্রধান আব্দুল রহিম মোল্লা সহ মগরাহাট পশ্চিম ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা।এদিন সাংসদ বাপি হালদার জানান প্রতি বছরের মতই এই বছরও “একুশে জুলাই”এর প্রস্তুতি চলছে সারা মথুরাপুর লোকসভা জুড়ে।

বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা জানান একুশে জুলাই এর প্রস্তুতি সারা ব্লক জুড়ে চলছে,গতবারের থেকে এবারে রেকর্ড দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ধর্মতলায় হাজির হবো। জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান বলেন এই একুশে জুলাই কে সামনে রেখে ২৬শে বিধানসভা নির্বাচনে গত বারের থেকে আরো বেশি ভোটে জয়ী করে আবারও পুনরায় গিয়াস উদ্দিন মোল্লাকে বিধায়ক হিসাবে নির্বাচিত করবো,এখন থেকে আমরা দলীয় প্রচার শুরু করলাম। তাছাড়াও সভায় আজ আলোচনা করা হয় কিভাবে যুব কর্মীরা ২১শে জুলাই এ ধর্মতলা যাবে আসবে,পুরো বিষয় নিয়ে আজ আলোচনা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *