ভুতুড়ে কাণ্ড অমরাবতীতে, পুকুর পাড়ে রহস্যময়ী নারীর আক্রমণে আতঙ্ক
July 5, 20258:24 pm

মহারাষ্ট্রের অমরাবতীতে এক রহস্যময়ী নারীর উপদ্রবে গ্রামবাসীদের মধ্যে তীব্র ভূতের আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি গভীর রাতে ছাত্রী তালাব এলাকায় বন্ধুর জন্মদিন পালনের সময় একদল যুবক অদ্ভুতুড়ে ঘটনার সম্মুখীন হন। যুবকদের দাবি, কালো পোশাক পরা এক রহস্যময়ী নারী তাঁদের দিকে এগিয়ে আসেন এবং এরপরই এক যুবককে আক্রমণ করে তাঁর পিঠে আঁচড়ে দেন। এই ঘটনায় গুরুতর জখম হন ওই যুবক।
ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সূর্য ডোবার পর কেউই ঘর থেকে বের হচ্ছেন না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এটি কোনও নিছক গুজব নাকি প্যারানরমাল কার্যকলাপ, তা খতিয়ে দেখছে পুলিশ। একইসঙ্গে গ্রামবাসীদের অযথা আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।