মাতাল অবস্থায় স্কুলে শিক্ষকের উদ্দাম নাচ, সাসপেন্ড করা হল অভিযুক্তকে
July 5, 20258:26 pm

ছত্তিশগড়ের বলরামপুর জেলার পশুপতিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী নারায়ণ সিং মত্ত অবস্থায় ছাত্রীদের সঙ্গে নাচানাচি করায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ক্লাসরুমে বসেই তিনি নিজের মোবাইলে গান চালিয়ে ছাত্রীদের সঙ্গে নাচতে শুরু করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শিক্ষা দপ্তরের নজরে আসে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক প্রায়শই মদ্যপ অবস্থায় স্কুলে আসেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তিনি বিনা কারণে শিক্ষার্থীদের মারধর ও বকাঝকা করেন। এমনকি কাউকে কাউকে স্কুল থেকে বের করেও দেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা দ্রুত ব্যবস্থা নেন এবং প্রধান শিক্ষককে বরখাস্ত করেন।