কল্যাণের নিশানায় শমীক ভট্টাচার্য, ‘সুখের পায়রা’ কটাক্ষ তৃণমূল সাংসদের

শ্রীরামপুর মাহেশে উল্টো রথযাত্রায় যোগ দিয়ে সদ্য নিযুক্ত বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে তীব্র কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, ‘শমীক ভট্টাচার্য সিপিএম-এর জামানায় কোনও আন্দোলন করেছেন, কেউ দেখেছেন কখনও! এরা সব সুখের পায়রা। মোদির নামে টিকে আছে।’ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে গণতন্ত্র ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। কল্যাণ ব্যানার্জি আরও বলেন, বিজেপির কাকে সভাপতি করা হল, তা নিয়ে তাঁদের মাথাব্যথা নেই, কারণ তাঁদের সঙ্গে বাংলার মানুষ রয়েছে, আর বিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকার, ইডি, সিবিআই আছে।
সাংসদ তহবিল থেকে দেওয়া একটি অ্যাম্বুলেন্স নিজে চালিয়ে উদ্বোধন করেন কল্যাণ ব্যানার্জি। এদিন শেওড়াফুলির নোনাডাঙা অ্যাথলেটিক ক্লাবকে দেওয়া অ্যাম্বুলেন্সের উদ্বোধনে এসে তিনি জানান, গাড়ি চালানো তাঁর প্যাশন এবং তিনি ২৫ বছর ধরে গাড়ি চালিয়েছেন। এসএসসি’র চাকরি হারানো প্রার্থীরা শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার বিষয়ে কল্যাণ ব্যানার্জি বিজেপি ও সিপিএমকে উদ্দেশ্য করে বলেন, যারা মামলা করেছে তাদের আগে মামলা তুলে নিতে বলা হোক, তাহলেই সব সমস্যার সমাধান হবে।